Search
Close this search box.
Search
Close this search box.

chappellসাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে শুরুতেই এটি ধরা পড়ায় তিনি এখন রেডিওথেরাপি নিচ্ছেন। ৭৫ বছর বয়সী চ্যাপেল অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১৯৬৪ থেকে ১৬ বছরে ঠিক ৭৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি নিজেই জানিয়েছেন ক্যান্সারের কথা। তবে সবাইকে আশ্বস্ত করে নিশ্চিত করেছেন আগস্টের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও ধারাভাষ্য কক্ষে থাকবেন তিনি।

এরই মধ্যে পাঁচ সপ্তাহের চিকিৎসায় কাঁধ, ঘাড় ও বগল থেকে ক্যান্সারের জীবাণু দূর করেছেন চ্যাপেল। তিনি বলেন, ‘আমি ইচ্ছে করেই শুরুতে কাউকে কিছু বলিনি। কারণ আমি নিশ্চিত ছিলাম না রেডিওথেরাপিতে কী হয় এবং এটা আমাকে কতোটা ক্লান্ত করে ফেলবে।’

তিনি আরও বলেন, ‘তবে থেরাপি শুরুর পর দেখলাম এটা খুব একটা খারাপ নয়। রাতে খানিক ক্লান্তি এবং ত্বকে জ্বালাপোড়া ছাড়া বাকি কোনো সমস্যাই হয় না। আমি শুরুতে আমার পরিবার ও কিছু বন্ধুকে জানিয়েছি। সবাই নিয়মিত খোঁজ রাখছে। যা খুবই দারুণ ব্যাপার।’

ইয়ান চ্যাপেলের আগে একই রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে পরলোক গমন করেছেন আরেক প্রখ্যাত ধারাভাষ্যকার রিচি বেনো। ২০১২ সালে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন টনি গ্রেগ।

তাদের মৃত্যুর পর থেকেই এসব রোগের আক্রমণকে স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছেন চ্যাপেল। তিনি বলেন, ‘যখন রিচি এবং টনি চলে গেল…তখন যেনো আবারও মনে করিয়ে দেয়া হলো যে এটি সবার সঙ্গেই হবে।’

chardike-ad