Search
Close this search box.
Search
Close this search box.

tamimতিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রোববার (২৮ জুলাই), বাংলাদেশ সময় বিকেল ৩টায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ টিকে থাকলে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিম ইকবালদের সামনে। প্রথম ম্যাচে ৯১ রানে টাইগারদের হারিয়ে লাসিথ মালিঙ্গাকে বিদায়ী উপহার দিয়েছে দিমুথ করুনারত্নের দল।

সিরিজে সমতা আনতে হলে নেতৃর্ত্বে ও ব্যাটিংয়ে নৈপুণ্য দেখাতে হবে তামিমকে। বেরিয়ে আসতে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে। এছাড়া বল হাতে জ্বলে ওঠতে হবে মোস্তাফিজুর রহমান-শফিউলদের। নয়তো আজকেই শিরোপা নিজেদের করে নিবে স্বাগতিকরা।

অবশ্য বাঘ-সিংহের এই যুদ্ধে মালিঙ্গার বিদায় কিছুটা হলেও ভোগাতে পারে লঙ্কানদের। গত ম্যাচে বুড়ো হাড়ের ভেলকিতে মালিঙ্গাই ব্যবধান গড়ে দিয়েছিল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান

chardike-ad