Search
Close this search box.
Search
Close this search box.

মিস কানাডা প্রতিযোগিতায় যাচ্ছেন বাংলাদেশি সিঁথি

shithiমিস কানাডা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে সিঁথি নকিব। ‘মিস মন্ট্রিয়ল ওয়েস্ট ওয়ার্ল্ড’ নির্বাচিত হবার পর এ বছর কানাডায় জাতীয় পর্যায়ের ‘মিস কানাডা’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করলেন।

চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে নর্থ ইয়র্কের টরন্টো সেন্টার ফর দ্য আর্ট লিরিক থিয়েটারে। সিঁথি ইতোমধ্যে ‘পার্লামেন্ট অব অটোয়া’, ‘কানাডা ডে প্যারেড’, গ্র্যান্ড মার্শালসহ ২০১৮ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন।

chardike-ad

১৯৯৫ সালে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন সিঁথি। পড়াশোনা করেন ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। পাশাপাশি নাচ শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। এছাড়া তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মন্ট্রিয়লের কনকর্ডিয়া ইউনিভার্সিটির ফাইন্যান্সের শেষ বর্ষের ছাত্রী তিনি।