সাবেক তারকা ক্রিকেটার আজহার মাহমুদকে পাকিস্তান টেস্ট দলের ভারপ্রান্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। এর আগে পাকিস্তানের বোলিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
আজহার তার বর্তমান চুক্তি শেষ হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৬ সালের এপ্রিলে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
এখনো দেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও কোচ আজহার মাহমুদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কৌশলগত জ্ঞান পাকিস্তান দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বোর্ড।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দুইবার চ্যাম্পিয়নশিপ জয়ের মতো বড় সফলতা অর্জন করা আজহারকে পিসিবি অত্যন্ত যোগ্য হিসেবে বিবেচনা করছে। বোর্ডের আশা, তার নেতৃত্বে পাকিস্তানের টেস্ট দল আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স উপহার দেবে।







































