শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা


Aminur-Rahman

আমিনুর রহমান সিদ্দিকী

দক্ষিণ আফ্রিকায় আমিনুর রহমান সিদ্দিকী (৪৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে লিম্পুপু প্রদেশের মেচিনা শহরসংলগ্ন মাটিম্ব এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত আমিনুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আব্দুল আজিজ সিদ্দিকীর ছেলে।

দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অঞ্জন এলাহী শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাটিম্ব এলাকায় আমিনুর রহমানের ‘আকাশ সুপারশপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

শুক্রবার বিকেলে অস্ত্রধারী দুর্বৃত্তরা দোকানে ঢুকে আমিনুরের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে তিনি জানান।

দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে নিহতের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।