শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শেয়ার

‘অভ্যুত্থান ব্যর্থ করতে’ বেনিনে সৈন্য ও যুদ্ধবিমান পাঠালো নাইজেরিয়া


Benin

প্রতিবেশী বেনিনে অভ্যুত্থান প্রচেষ্টা দমন করতে সেখানে যুদ্ধবিমান ও স্থলসেনা মোতায়েন করেছে নাইজেরিয়া- এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

প্রেসিডেন্টের কার্যালয়ের রবিবার (৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সহায়তার জন্য বেনিন সরকার দুই দফা অনুরোধ জানানোর পর নাইজেরিয়ার সামরিক বাহিনী দ্রুত হস্তক্ষেপ চালায়। টিনুবুর নির্দেশে নাইজেরিয়ান যুদ্ধবিমান বেনিনের আকাশসীমায় প্রবেশ করে জাতীয় টেলিভিশন স্টেশন এবং একটি সামরিক শিবির নিরাপদ করে, যেখানে অভ্যুত্থানকারীরা অবস্থান নিয়েছিল।

টিনুবু জানান, নাইজেরিয়ার সেনারা “একটি প্রতিবেশী দেশকে স্থিতিশীল করতে” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অভ্যুত্থানচেষ্টা প্রতিহত করার খবর প্রথমে জানায় বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন, যিনি জাতীয় টিভিতে এসে নিরাপত্তা বাহিনীর সফল অভিযান সম্পর্কে ঘোষণা দেন। এর কিছুক্ষণ পর নাইজেরিয়ার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়।

বেনিন সরকারের মুখপাত্র জানিয়েছেন, অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের সবাই সক্রিয় সেনাসদস্য; তাদের মধ্যে একজন সাবেক কর্মকর্তা। তবে অভিযানের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল পাস্কাল টিগ্রি আটক হয়েছেন কি না—তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: এএফপি