সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

তেঁতুলিয়ায় পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন


tetulia

ফাইল ছবি

টানা পাঁচ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দারা। হিমালয় থেকে নেমে আসা কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শীতের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগের দিনও তেঁতুলিয়ায় একই মাত্রার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপও বেড়েছে। প্রতিদিনই বহির্বিভাগে ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এই পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, গত কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা কম থাকলেও দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি রেকর্ড করা হচ্ছে, তবে উচ্চ আর্দ্রতার কারণে শীতের অনুভূতি কমছে না।