বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৬ মে ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

কান উৎসবে আরব দেশগুলোর চমক, ইরান-ইরাক-ফিলিস্তিনের সিনেমার অর্জন


কান উৎসবে আরব দেশগুলোর চমক, ইরান-ইরাক-ফিলিস্তিনের সিনেমার অর্জন

শেষ হলো ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এ যেন স্মৃতি, সেলুলয়েড আর স্বপ্নের বিদায়। এবার কান উৎসবে দেখা গিয়েছে মধ্যপ্রাচ্যের সিনেমার ও সংস্কৃতির এক জাদুকরি উত্থান।

স্বর্ণপাম
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, ইরান

বছরের পর বছর ধরে ইরানে গোপনে সিনেমা বানিয়েছেন জাফর পানাহি। ‘পাচার’ করেছেন বিদেশি উৎসবে। নিজেই এবার কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন নির্মাতা। রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ দিয়ে ২২ বছর পর কান উৎসবে ফিরলেন ইরানি নির্মাতা। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয়। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ জিতল উৎসবের সর্বোচ্চ পুরস্কার।

সিনেমাটির রিভিউয়ে বিবিসি লিখেছে, ‘এটি এমন এক সিনেমা, যা ক্ষোভে ঠাসা। এমন এক প্রতিশোধকেন্দ্রিক থ্রিলার, যা নিপীড়ক শাসনব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে।’ কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার জিতে ইরানি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন জাফর পানাহি। পুরস্কার গ্রহণের পর তিনি মতপার্থক্য ও সমস্যাকে পাশে সরিয়ে রেখে ইরানিদের প্রতি এক হওয়ার আহ্বান জানান, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের দেশ ও দেশের স্বাধীনতা। আসুন আমরা এক হই। কী পরব, কী করব, কিংবা কী করব না—কেউ আমাদের বলার অধিকার রাখে না।’

২০২৩ সালে সর্বশেষ কারাগার থেকে মুক্তি পান পানাহি। ইরানি সরকারের সমালোচনায় মুখর আরও দুই চলচ্চিত্র নির্মাতাকে আটক করার বিরুদ্ধে সে সময় প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। গত ১৫ বছরে এই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিতি হলেন পানাহি। এর আগে দীর্ঘদিন তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটি গোপনে ধারণ করা হয়েছে। আংশিকভাবে এটি পানাহির কারাবন্দী জীবনের অভিজ্ঞতার ওপর নির্মিত।

হলিউড রিপোর্টারকে পানাহি বলেন, ‘কারাগারে যাওয়ার আগে এবং সেখানে যাদের সঙ্গে দেখা হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় এই গল্পের বীজ, সেখান থেকেই প্রেরণা পেয়েছি।’ পাঁচজন সাধারণ ইরানিকে ঘিরে ছবির গল্প। একদিন তাঁরা এমন এক ব্যক্তির মুখোমুখি হন, যে তাঁদের কারাগারে নির্যাতন করেছিল বলে তাঁদের বিশ্বাস।

গ্রাঁ পি
‘সেন্টিমেন্টাল ভ্যালু’, নরওয়ে

কানের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ পি জিতেছে ইয়েকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। সিনেমাটি উৎসবে প্রদর্শনের পর সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়, স্ট্যান্ডিং ওবেশন পায় ১৫ মিনিট। ২০২১ সালে কানে ঝড় তুলেছিল নির্মাতার আগের সিনেমা ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’। ছবিটি পরে দুটি অস্কার মনোনয়নও পায়। সেই সাফল্যের পর এবার আরেকটি সূক্ষ্ম জীবনঘনিষ্ঠ কমেডি-ড্রামা নিয়ে ফিরেছেন এই নরওয়েজীয় পরিচালক। এবারও রয়েছেন তাঁর আগের ছবির কেন্দ্রীয় নায়িকা রেনাতে রেইন্সভে। এবার তিনি এক খ্যাতিমান থিয়েটার ও টেলিভিশন অভিনেত্রীর ভূমিকায়।
গল্পে রেইন্সভের বাবার চরিত্রে অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা স্টেলান স্কার্সগার্ড। তিনি একজন নামী চলচ্চিত্র পরিচালক, কিন্তু গত ১৫ বছরে একটি ছবির বাজেটও জোগাড় করতে পারেননি। অতঃপর তিনি একটি চিত্রনাট্য লেখেন, যা বিশেষভাবে উৎসর্গ করেন তাঁর তারকা মেয়েকে। এটা কি নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার চেষ্টা, নাকি বাবা-মেয়ের সম্পর্কের দূরত্ব ঘোচানোর চেষ্টা—এমন গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি।

সেরা পরিচালক
‘ক্লেবার মেনডোরসে ফিল’, ব্রাজিল

ছিলেন সাংবাদিকতার ছাত্র। পরে বনে যান পুরোদস্তুর নির্মাতা। তথ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করে হয়ে ওঠেন দক্ষিণ আমেরিকার চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এক মুখ। ২০১২ থেকে সিনেমা বানান, ১৩ বছরে বানিয়েছেন মোটে চারটি ছবি।

‘নেইবারিং সাউন্ডস’ থেকে এবারের ‘দ্য সিক্রেট এজেন্ট’ সবগুলো সমাদৃত হয়েছে আন্তর্জাতিক উৎসবে। নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৭৭ সালের সামরিক শাসনাধীন ব্রাজিল। ছবিটিতে তিনি রাষ্ট্রীয় দমননীতি, নৈতিকতা ও রাজনৈতিক প্রতিরোধের জটিল সম্পর্ক দেখাতে চেয়েছেন।

সেরা অভিনেত্রী
‘নাদিয়া মেলিতি’, ফ্রান্স

দ্য লিটল সিস্টার দিয়ে আফগান বংশোদ্ভূত এই ফারাসি অভিনেত্রীর চলচ্চিত্র অভিষেক। প্রথম সিনেমার জন্যই পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। হাফসিয়া হারজির সিনেমাটিতে ফাতেমা চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। হলিউড তারকা জেনিফার লরেন্স ও এলে ফ্যানিংয়ের মতো হেভিওয়েটদের পেছনে ফেলে কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন তিনি। মাত্র ২৩ বছর বয়সী মেলিতি এখনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই হাঁটলেন কানের লালগালিচায়। পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘আমি ছোটবেলায় ফুটবল খেলতে চাইতাম, এখনো চাই। যে খেলাকে অনেকে “পুরুষদের খেলা” বলে ভাবেন।’ ছবির শেষ দৃশ্যে মেলিতিকে দেখা যায় ফুটবলের দক্ষতা দেখাতে—বারবার হেড দিয়ে বল নিয়ন্ত্রণ করছেন। দৃশ্যটি যেন এক প্রতীকী ঘোষণা—নিজেকে প্রকাশের স্বাধীনতার।
সেরা অভিনেতা

ওয়ানার মাউরা, ব্রাজিল

ক্লেবার মেনডোরসে ফিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন মাউরা। সিনেমার অন্যতম প্রযোজকও তিনি।

৪৮ বছর বয়সী এই অভিনেতা এর আগে বহুল চর্চিত সিরিজ ‘নার্কোস’-এর জন্য গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন। ব্রাজিলের সিনেমা ও সিরিজের পাশাপাশি হলিউডের বিভিন্ন সিনেমায় কাজ করেছেন তিনি। বার্লিনে স্বর্ণ ভালুক জিতেছে তাঁর ব্রাজিলের সিনেমা ‘এলিট স্কোয়াড’।

ক্যামেরা দ’র
হাসান হাদি, ইরাক

‘দ্য প্রেসিডেন্টস কেক’ দিয়ে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নিল ইরাক। এ সিনেমার কল্যাণেই ক্যামেরা দ’র জিতেছেন নির্মাতা হাসান হাদি। প্রথম সিনেমার নির্মাতাদের দেওয়া হয় এই পুরস্কার। ছবির কেন্দ্রীয় চরিত্র ৯ বছর বয়সী লামিয়া, সাদ্দাম হোসেনের জন্মদিন উপলক্ষে যাকে একটি কেক বানানোর দায়িত্ব দেন তার স্কুলশিক্ষিকা।

কাজটি করতেই হবে, ব্যর্থ হলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফেঁসে যাওয়ার আশঙ্কা। পুরস্কার জিতে হাদি বলেন, ‘এই পুরস্কার আমি উৎসর্গ করছি পৃথিবীর সেই সব শিশুকে, যারা যুদ্ধ, নিষেধাজ্ঞা আর স্বৈরতন্ত্রের মধ্যেও ভালোবাসা, বন্ধুত্ব ও আনন্দ খুঁজে নিতে জানে। তোমরাই আসল নায়ক।’

‘ইতিবাচক ধারণা তৈরি করবে’

কানের স্বল্পদৈর্ঘ্য শাখার পুরস্কার ঘোষণার পর আলাদা করে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অংশ নেন বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব। বাংলাদেশের এই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলী’ স্পেশাল মেনশন পেয়েছে। তাঁকে দিয়েই শুরু হয় প্রশ্ন–উত্তর পর্ব। ‘স্পেশাল মেনশন-এর অর্থ আপনার কাছে কী?’

উপস্থাপকের এমন প্রশ্নে আদনান বলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও। আপনারা জানেন, প্রথমবারের মতো, আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন। এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ ভালোভাবে একটু নিশ্বাস নেওয়ার সুযোগ খুঁজছে। এ পুরস্কারটি জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মধ্যে যেমন আশার সঞ্চার ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটি ইতিবাচক ধারণাও তৈরি করবে।’