শুক্রবার । জুন ১৩, ২০২৫ । ৭:০০ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২ জুন ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
শেয়ার

‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ সিনেমা


‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ সিনেমা

বলিউড অভিনেতা আমির খান বর্তমানে তার পরবর্তী ছবি ‘সিতারে জামিন পার’–এর প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২০০৭ সালের প্রশংসিত চলচ্চিত্র ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল হিসেবে বিবেচিত এই স্পোর্টস কমেডি-ড্রামা চলতি মাসের ২০ তারিখ মুক্তি পাবে।

ছবিতে আমির খান ও জেনেলিয়া দেশমুখ ছাড়াও ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি ভারতীয় ইনফ্লুয়েন্সার রাজ শামানির পডকাস্টে অংশ নিয়ে আমির খান তার আসন্ন চলচ্চিত্র ‘মহাভারত’ নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘সিতারে জামিন পার’ মুক্তির পরেই এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে।

‘মহাভারত’কে নিজের ‘স্বপ্নের প্রকল্প’ উল্লেখ করে আমির খান বলেন, ‘আমি মনে করি, এটি এমন একটি কাজ, যা একবার করলে মনে হবে এরপর আর কিছু করার বাকি নেই। এই মহাকাব্যটি স্তরভিত্তিক, আবেগঘন, বিস্তৃত এবং মহিমান্বিত। এই জগতে যা কিছু রয়েছে, সবই মহাভারতে পাওয়া যায়।’

৫৯ বছর বয়সি এই অভিনেতা আরও বলেন, মহাকাব্যেটির গভীরতা ও জটিলতা হয়তো তাকে এমন এক শিল্পসিদ্ধিতে পৌঁছে দেবে, যার পরে আর নতুন কিছু করার তাগিদ অনুভব করবেন না। তিনি বলেন, ‘হয়তো মহাভারত করার পর মনে হতে পারে আর কিছু করার নেই। জানি না, তবে এমনই মনে হচ্ছে।’

এছাড়া, তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার ইচ্ছাও পোষণ করেন এবং সেই সাথে প্রবীণ অভিনেতা এ. কে. হাঙ্গলকে স্মরণ করেন। খান বলেন, ‘আমি চাই, আমার মৃত্যু যেন হয় পায়ে জুতো পরে। ঠিক এ. কে. হাঙ্গলজী যেমন বলতেন, ‘আমি চাই, কাজ করতে করতে যেন আমার মৃত্যু হয়।’ আমাদের সবারই তো এমন ইচ্ছা।’

এদিকে, সিতারে জামিন পার প্রযোজনা করছে আমির খান প্রোডাকশনস। পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা, সঙ্গীত পরিচালনা করছেন শঙ্কর-এহসান-লয়, আর গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

আমির ও জেনেলিয়ার পাশাপাশি আরও অভিনয় করছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সাম্বিত দেসাই, বেদান্ত শর্মা, আয়ুশ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ যেইন, নমন মিশ্রা ও সিমরান মঙ্গেশকর।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অপর্ণা পুরোহিত ও রবি ভাগচন্ডকা। চলচ্চিত্রটির উদ্দেশ্য ক্রীড়া আর আবেগের মেলবন্ধনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কীর্তি তুলে ধরা।