সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ জুলাই ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার

ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মালয়েশিয়ান মডেলের


মালয়েশিয়ায় এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত মডেল ও টেলিভিশন উপস্থাপিকা লিশালিনি কানারান। ২০২১ সালে ‘মিস গ্র্যান্ড মালয়েশিয়া’র মুকুটজয়ী এই মডেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আনেন তাঁর অভিযোগ।

ঘটনাটি ঘটেছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সেপাং এলাকায় অবস্থিত মারিয়াম্মান মন্দিরে। কানারানের দাবি, সেখানকার এক অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ‘পবিত্র জল’ ছেটানোর অজুহাতে প্রথমে তাঁর মুখ ও শরীরে জল ছেটান এবং পরে অনুপযুক্তভাবে স্পর্শ করেন।

সেপাং জেলা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুরোহিত একজন ভারতীয় নাগরিক এবং ওই সময় মন্দিরের মূল পুরোহিতের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন।

আরও গুরুতর অভিযোগ করে কানারান বলেন, ঘটনার পর তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে এক পুলিশ কর্মকর্তা তাঁকে চুপ থাকতে বলেন এবং কাউকে কিছু না জানানোর জন্য হুমকিও দেন।

তবে কানারান চুপ থাকেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেছেন, “আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, তখন ওই পুরোহিত আমার কাছে এসে বলল তার কাছে পবিত্র জল ও সুতো আছে, যা আমাকে সুরক্ষা দেবে। সে আমাকে আশীর্বাদ করতে চায়, এজন্য প্রার্থনার শেষে তার সঙ্গে দেখা করতে বলেছিল।”

তিনি জানান, প্রার্থনা শেষে পুরোহিতের অফিসে গেলে তার গায়ে ‘পবিত্র জল’ ছেটানো হয়, যার তীব্র গন্ধ ছিল। এরপর অভিযুক্ত তাকে পোশাক খুলে ফেলতে বলেন। কানারান এতে রাজি না হলে পুরোহিত জোর করে তাঁর ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে তাঁকে স্পর্শ করেন বলে অভিযোগ করেন।

কানারান বলেন, “আমার মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম, শরীরটা যেন অসাড় হয়ে গিয়েছিল।”

ঘটনার পর অভিযুক্ত পুরোহিত পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।