শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২০ জুলাই ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

ভারতের পর এসিসির সভা বর্জন করল শ্রীলঙ্কা-আফগানিস্তান-ওমান


accভারতের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে একই পথে হাঁটছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান ক্রিকেট বোর্ড। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই তিন দেশও সভায় না যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে। শনিবার (১৯ জুলাই) এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আগামী ২৪ জুলাই ঢাকায় এসিসির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে প্রতিনিধি দল পাঠাবে না বলে জানিয়েছে। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, এজিএমের ভেন্যু যদি ঢাকা থেকেই হয়, তবে তারা শুধু সভা নয়, আসন্ন এশিয়া কাপেও অংশ নেবে না।

এসিসির বর্তমান চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে বিসিসিআই। তবে নাকভি এখনো এ বিষয়ে কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ভারত। পাকিস্তান নিজেদের ম্যাচ অন্য দেশে খেলবে—এমন পরিকল্পনা থাকলেও এখনো চূড়ান্ত কিছু জানায়নি এসিসি। গুঞ্জন রয়েছে, সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্টটি। তবে ভারতের অংশগ্রহণ নিয়েই যখন অনিশ্চয়তা, তখন এশিয়া কাপের ভবিষ্যৎও পড়ে গেছে প্রশ্নের মুখে।