শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২০ জুলাই ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
শেয়ার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন তাসকিন


tossমিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। অধিনায়ক লিটন কুমার দাস টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

টসের পর লিটন জানান, উইকেট দেখে কিছুটা দ্বিধায় পড়লেও পরে বুঝেছেন এটা ভালো উইকেট, যেখানে প্রথমে বোলিং করাটাই উপযুক্ত হবে। বাংলাদেশ চায় পাকিস্তানকে ১৪০ রানের মধ্যে আটকে রাখতে, সেই লক্ষ্যেই বোলারদের দায়িত্ব দিয়েছেন লিটন। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেন, ব্যাটিং কিংবা বোলিং—উভয় পরিস্থিতির জন্যই তারা প্রস্তুত। ম্যাচে জয়ের ব্যাপারে তার দল আত্মবিশ্বাসী।

আজকের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ফলে এ ম্যাচে বাংলাদেশ তিন পেসার নিয়ে মাঠে নামছে—তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব। সঙ্গে রয়েছেন দুই স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। প্রয়োজনে শামীম হোসেনের হাত ঘোরানোরও বিকল্প রয়েছে দলে।

ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে আছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। মিডল অর্ডারে শক্তি যোগাতে আছেন তাওহিদ হৃদয়, লিটন দাস, শামীম হোসেন ও জাকের আলি অনিক। ব্যাট ও বল দুই বিভাগেই যারা অবদান রাখতে পারেন, সেই অলরাউন্ডাররাও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

আজকের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য শুধু একটি সিরিজের সূচনা নয়, বরং একটি নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। ঘরের মাঠে দর্শকদের সমর্থন, নিজেদের চেনা কন্ডিশন এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলের প্রত্যাশা, এই ম্যাচ জিতে সিরিজে ভালো সূচনা করা।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।