সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু প্রথম দুই টি-টোয়েন্টি দাপটে খেলা বাংলাদেশকে শেষ ম্যাচে খুঁজেই পাওয়া গেলো না। পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৪ রানে গুটিয়ে গেলো টাইগাররা। ফলে ৭৪ রানের বড় জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়ালো সফরকারীরা।
বুধবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম দুই ম্যাচের তুলনায় এবার ভালো শুরু করে পাকিস্তান। ফখর জামানের পরিবর্তে ওপেনিংয়ে নামা সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৮২ রান। ফারহান খেলেন ৬৩ রানের ঝড়ো ইনিংস, ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায়।
নাসুম আহমেদ ফিরিয়ে দেন দুই ওপেনারকেই। এরপর তাসকিন, শরিফুল ও সাইফউদ্দিন মিলে তুলে নেন নিয়মিত উইকেট। তবে শেষদিকে মোহাম্মদ নেওয়াজের ১৬ বলে ২৭ ও সালমান আগার ৯ বলে ১২ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি পায় পাকিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় বলেই ফেরেন তানজিদ তামিম। এরপর একে একে ফিরে যান লিটন (৮), মিরাজ (৯), জাকের (১) ও শেখ মেহেদী (০)। মাত্র ২৫ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। দলীয় ৫০ পার হতে লাগে ৭ উইকেট।
সাইফউদ্দিন ছিলেন একমাত্র লড়াকু ব্যাটার। ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। ইনিংসে দুটি চার ও দুটি ছক্কা ছিল তার ব্যাটে। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি, সবচেয়ে বেশি ১০ রান নাঈম শেখের।
পাকিস্তানের হয়ে সালমান মির্জা নেন ৩ উইকেট, দুটি করে শিকার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নেওয়াজের।
এই হারে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে সন্তুষ্ট থাকতে হলো লিটন দাসদের।





































