
একদিন আগেই ভারতীয় মিডিয়ার কল্যাণে ক্রিকেটপ্রেমীরা জেনে গিয়েছিল, আগামী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি তখনও।
আজ (শনিবার) বিকেলেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহনিস নাকভি এক্স হ্যান্ডলে দেয়া এক বার্তায় জানিয়ে দিয়েছেন ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর এবং ভেন্যু হবে আরব আমিরাত। একই সময় তিনি জানিয়েছিলেন, বিস্তারিত সূচি জানিয়ে দেয়া হবে।
চেয়ারম্যান মাহসিন নাকভি এক্সে পোস্ট করার কিছুক্ষণ পরই এসিসির পক্ষ থেকে গ্রুপিং এবং বিস্তারিত সূচি প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, ‘এ’ গ্রুপে রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানকে।
মোট আটটি দল অংশ নিচ্ছে এশিয়া কাপে। চারটি করে দল নিয়ে তৈরি করা হয়েছে দুটি গ্রুপ। এই দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড। সেখানেও রাউন্ড রবিন লিগ শেষে সেরা দুটি দল খেলবে ফাইনাল।
‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান।
‘বি’ গ্রুপে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকংকে দিয়ে শুরু হবে এশিয়া কাপ টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর।
এশিয়া কাপে গ্রুপ পর্বের সূচি:
৯ সেপ্টেম্বর, আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর, ভারত-আরব আমিরাত
১১ সেপ্টেম্বর, বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর, পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর, আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর, বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর, পাকিস্তান-আরব আমিরাত
১৯ সেপ্টেম্বর, ভারত-ওমান
সুপার ফোর
২০ সেপ্টেম্বর বি১-বি২
২১ সেপ্টেম্বর এ১-এ২
২৩ সেপ্টেম্বর এ২-বি১
২৪ সেপ্টেম্বর এ১-বি২
২৫ সেপ্টেম্বর এ২-বি২
২৬ সেপ্টেম্বর এ১-বি১
ফাইনাল
২৮ সেপ্টেম্বর





































