
টিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন
এবারের এশিয়া কাপের সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে শ্রীলঙ্কার সামনে ২০৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টে এই প্রথম কোনো দল ২০০ রানের গণ্ডি পেরোলো।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই ভারতীয় ওপেনার শুভমান গিলকে ফিরিয়ে ভালো সূচনা এনে দিয়েছিলেন লঙ্কান বোলার মহেশ থিকসানা। তবে এরপর ভারতীয় ব্যাটাররা শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন।
ভারতীয় ইনিংসের মূল আকর্ষণ ছিল অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং। তিনি ৩১ বলে ৬১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যপ্রান্তে সূর্যকুমার যাদব ধরে খেলে ১৩ বলে ১২ রান করে যখন আউট হন ততক্ষণে দলীয় রান ৭৪।
এরপর ব্যাট করতে এসে তিলক বার্মা দারুণ খেলে ৩৪ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সঞ্জু স্যামসন ২৩ বলে ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। হার্দিক পান্ডিয়া ২ রান করে দ্রুত বিদায় নেন। শেষদিকে অক্ষর প্যাটেল মাত্র ৬ বলে অপরাজিত ২১ রান যোগ করে দলের স্কোর ২০০ পার করতে সাহায্য করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর দাড় করায় ভারত।
যদিও এই ম্যাচটি নিয়মরক্ষার, তবুও শ্রীলঙ্কা টুর্নামেন্ট জয় দিয়ে শেষ করতে চেয়েছিল। তবে, ভারতের দেওয়া এই বিশাল লক্ষ্য পার করা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।





































