শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ অক্টোবর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার

সত্যিকারের শিক্ষা থাকলে ছাত্রলীগ নেতা হত্যার হুমকি দিত না: রিজভী


Ruhul Kabir Rizvi

বাংলাদেশে কার্যকর ও বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা থাকলে ছাত্রলীগের কোনো নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেওয়ার মতো ধৃষ্টতা দেখাত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের রেসিং কার নির্মাণ প্রকল্পে মেধাভিত্তিক অনুপ্রেরণা যোগাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়।

রিজভী বলেন, “শিক্ষা অবকাঠামোতে প্রয়োজনীয় বিনিয়োগ ও শিক্ষক প্রশিক্ষণ না দেওয়ায় দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করা যায়নি। বরং ছাত্র রাজনীতির নামে মাস্তান ও গুন্ডা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ থাকলে তারা শিক্ষার্থীদের সৃজনশীল জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে পারতেন। কিন্তু বিগত সরকার শুধু লোক দেখানো উন্নয়নের গল্প—মেট্রোরেল, ফ্লাইওভার, উড়াল সেতু নিয়ে ব্যস্ত থেকেছে, অথচ শিক্ষার ভিত্তি মজবুত করার দিকে নজর দেয়নি।”

বিএনপির এই নেতা মনে করেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তির ওপর। “রেসিং কার প্রকল্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভেতরে যে স্বপ্ন আছে, সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশও এগিয়ে যাবে সমৃদ্ধির পথে,” বলেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।