শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ অক্টোবর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার

গণভোটে পিআর অন্তর্ভুক্ত করার দাবি গোলাম পরওয়ারের


Golam-Parwar

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে এবং সেখানে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, “জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।”

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল- পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, “জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মেনে নিতে হবে। আর জাতি যদি না মানে, আমরাও সে রায় মেনে নেব।”

জামায়াত নেতা দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অথচ একটি মহল বিভ্রান্তি ছড়াতে বলছে, ‘পিআর জনগণ বোঝে না।’

গোলাম পরওয়ার অভিযোগ করেন, “ফ্যাসিবাদের দোসরদের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে বারবার অপচেষ্টা চলছে। বিশেষ এক দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের ব্যক্তিদের বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।”

একটি রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, “অনেকে মুখে বলে, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজে তা প্রকাশ পায় না। অনেকে দ্রুত নির্বাচন চায়, কিন্তু সংস্কারে সহযোগিতা করে না। এতে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।”

সমাবেশে জামায়াতে ইসলামী নেতারা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।