
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান চালিয়ে ৪৫ বাংলাদেশিসহ মোট ১২৩ বিদেশি শ্রমিককে আটক করেছে জোহর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।
জোহর অভিবাসন বিভাগ রোববার (১৬ নভেম্বর) জানায়, ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজ্যের একটি প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট ডিভিশন এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কর্মকর্তারা অংশ নেন। তদন্তে দেখা যায়, অধিকাংশ বিদেশি শ্রমিক বৈধ কাগজপত্র ছাড়া কর্মরত ছিলেন।
আটকদের মধ্যে বাংলাদেশি ৪৫ জন, মিয়ানমারের ৭১ জন, ভারতীয় ৪ জন, নেপালের ২ জন এবং পাকিস্তানি ১ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া কাজ, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও কারখানার স্থানীয় মানবসম্পদ ব্যবস্থাপককেও আটক করা হয়েছে।
অভিযান চলাকালে কিছু শ্রমিক পালানোর ও লুকানোর চেষ্টা করেছিলেন। তবে এনফোর্সমেন্ট সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে সব পালানোর রাস্তা বন্ধ করেন। আটককৃতদের স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জোহর অভিবাসন বিভাগ সতর্ক করেছে, অবৈধ বিদেশি শ্রমিকদের আড়াল বা সহায়তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং শ্রমিকদের আইনি অধিকার রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।











































