
ফাইল ছবি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে ১৯৯ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ধর্মবিষয়ক উপদেষ্টা জানান, বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক এ প্রকল্পে প্রয়োজনীয় অর্থায়নের সম্মতি ইতোমধ্যে পাওয়া গেছে। প্রকল্পের আওতায় মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ অংশের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, বহিরাঙ্গণের আচ্ছাদন, নতুন অফিস ভবন, মিনার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “ইনশাল্লাহ, খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু করা যাবে। সরকার ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় মসজিদটিতে ইবাদতের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে ড. খালিদ হোসেন আরও বলেন, “যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে হবে। অযুখানা-টয়লেট ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এগুলো নিজে ব্যবহার করব এবং অন্যের ব্যবহার উপযোগী রাখতে যত্নশীল হবো।







































