Search
Close this search box.
Search
Close this search box.

বাইক চালিয়ে দুই সন্তানের মায়ের বিশ্ব রেকর্ড

bikeবাইক চালিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন দুই সন্তানের মা। ঘণ্টায় ২৬৪ মাইল গতিতে বাইক চালিয়েছেন তিনি। এ গতিতে এর আগে আর কেউ বাইক চালাতে পারেনি।

অরেঞ্জ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

chardike-ad

এই নারীর নাম বেসি এলিস। তার বয়সও কম নয়, ৪৬ বছর। সুজুকি ব্রান্ডের সেকেন্ড হ্যান্ড বাইকটি নিজের গ্যারেজে এলিসের স্বামী নতুন করে তৈরি করেছেন। আর এ বাইক নিয়েই আগের রেকর্ডের চেয়ে ঘণ্টায় ২০ মাইল বেশি গতিতে চালিয়েছেন এলিসি। এ সাফল্যে তিনি দারুণ উচ্ছ্বসিত।

যুক্তরাজ্যের লিংকনশায়ারে বাড়ি এলিসির। সেকেন্ড হ্যান্ড বাইকটি কেনার পর তা কিছুটা সারাইয়ের পর এলিসির মনে হয়েছিল, এই বাইক গতির নতুন রেকর্ড গড়তে পারবে।

এর পর এলিসির স্বামী মিক দুই বছর ধরে ১ হাজার ৩০০ সিসির বাইকটি সংস্কারে কাজ করেন। আর এই বাইক ঘণ্টায় ২৬৪.১ মাইল বেগে চালাতে সক্ষম হন এলিসি।

এর আগে সর্বোচ্চ গতিতে বাইক চালানোর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের জেনিফার রবার্টসনের। তিনি ঘণ্টায় ২৪৩.৬ মাইল গতিতে বাইক চালিয়েছিলেন।

তথ্যসূত্র : অরেঞ্জ অনলাইন।