Search
Close this search box.
Search
Close this search box.

‘গ্যালাক্সি এস-সিক্স’ আসছে ২ মার্চ

galaxy-s6

স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-সিক্স’ বাজারে আসছে চলতি বছরের ২ মার্চ। ২-৫ মার্চ স্পেনের বার্সালোনা শহরে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই নতুন স্মার্টফোনটি উন্মুক্ত করবে স্যামসাং। গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রসে তারা গ্যালাক্সি এস-ফাইভ বাজারে এনেছিল।

chardike-ad

স্যামসাংয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহী দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংবাদপত্র কসুনকে এ তথ্য জানিয়েছেন। তবে তিনি ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত জানাননি।

স্যামস্যাংয়ের এক কর্মীর বরাত দিয়ে কসুনের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির কাঠামো হবে ধাতব এবং এর ডিসপ্লে হবে ডুয়েল এজ। আর ফোর জি নেটওয়ার্ক বিস্তারের কথা মাথায় রেখে উন্নত ও দ্রুতগতি সম্পন্ন প্রসেসর ব্যবহার করা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি ফোর বাজারে আনার কথা বললেও তা হচ্ছে না।

তবে এইচটিসি এবং সনি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে। এইচটিসি আনছে ওয়ান এম নাইন এবং সনি আনছে এক্সপেরিয়া ফোর।