Search
Close this search box.
Search
Close this search box.

‘সন্দেহজনক’ গতিবিধিঃ দেশে ফেরানো হচ্ছে আল-আমিনকে

13-Al-Amin_0 (Custom)‘সন্দেহজনক’ গতিবিধির অভিযোগ মাথায় তুলে দেশে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য আল-আমিন হোসেনকে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট ‘আকসু’র এক অভিযোগের ভিত্তিতে বিসিবি এ উদ্যোগ নিয়েছে।

খবরে প্রকাশ, আল-আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ক্যানবেরায় তাঁর উপর কড়া নজর রাখে আকসুর প্রতিনিধিরা। ব্রিসবেনেও আল-আমিনের কার্যক্রমে অনুরূপ সন্দেহ বজায় থাকায় তাঁর ব্যাপারে টিম ম্যানেজম্যান্টকে অবহিত করে কর্তৃপক্ষ।

chardike-ad

তবে এ ব্যাপারে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি। টিম ম্যানেজমেন্টের সাথে কথা না বলে মুখ খুলতে নারাজ ঢাকার বিসিবি অফিসও।

উল্লেখ্য, সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর বিশেষ পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে পুনরায় বোলিংয়ের অনুমতি পান বাংলাদেশী এই পেসার।

এদিকে আল-আমিন ফিরে আসলে তাঁর বদলি হিসেবে কাকে পাঠানো হবে সে নিয়েও চলছে জল্পনা-কল্পনা। নির্ভরযোগ্য সূত্র বলছে যেহেতু পেসারের পরিবর্তে পেসারই পাঠানোর কথা সে হিসেবে বাংলাদেশ স্কোয়াডের স্ট্যান্ড বাই শফিউল ইসলামের হাতেই উঠতে পারে মেলবোর্নের প্লেনের টিকিট।