Search
Close this search box.
Search
Close this search box.

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু ভারতে

bangladeshi

ভারতের অাসাম প্রদেশে বসবাসকারী বাংলাদেশি মুসলিমদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। প্রদেশে মুসলিম জনসংখ্যা কমাতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অাসামের অর্থমন্ত্রী।

chardike-ad

তিনি বলেছেন, ‘অাসামে ক্রমশ কমছে হিন্দু জনসংখ্যা। বেশিরভাগ মুসলিমই বাংলাদেশি। এভাবে চলতে থাকলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। তাদের ভাষা, সংস্কৃতি, পরিচয় হারিয়ে যাবে।’

বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে অাসামের। সহজেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশিরা। তবে বর্তমানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়ে সচেতন হয়েছে ভারতীয় গোয়েন্দারা।

এদিকে সরকার অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে।

সম্প্রতি ভারতে ধরা পড়েছে ৩১ জনের বাবার নাম এক। আবার অনেকের মায়ের নামও একই। আর তাদের জন্ম তারিখ হিসাব করলে দেখা যায়, কোনোভাবেই একজন নারীর পক্ষে তাদের সবার মা হওয়া সম্ভব নয়।