আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল। টুর্ণামেন্টে দুর্দান্ত খেলা সিউল সুপারজায়েন্ট বনাম সুপার সিক্সারস ভয়েস ফাইনালে মোকাবেলা করবে। প্রবাসীদের ব্যস্তময় জীবনে আনন্দ দিতে এই টুর্ণামেন্টের আয়োজন করেছে ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশন (ইসো)। কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দশটি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।

chardike-ad

আনসানের দানউঅন খুছং মাঠে টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান।

ফাইনালকে আকর্ষণীয় করতে দর্শকদের জন্যও কয়েকটি ইভেন্ট রাখা হয়েছে। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে দূতাবাস বনাম ইসো ম্যাচ। আগত দর্শকদের জন্য থাকবে দুপুরের খাবারের ব্যবস্থা।

টুর্ণামেন্টে স্পন্সর করেছে এস এন হালাল ফুড, এশিয়ানা রেস্টুরেন্ট, হ্যাপি স্টার ট্রাভেলস, এম এস ট্রাভেলস, আল বারাকা রেস্টুরেন্ট।