cosmetics-ad

হিন্দু শিক্ষক দিয়ে চলছে ইসলাম ধর্মের শিক্ষা

noborotno

পর্যাপ্ত মুসলিম শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষক দিয়ে মুসলিম শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা ক্লাস নেয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্য নরোত্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টির ৯ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষকই হিন্দু ধর্মালম্ভী। তাই বাধ্য হয়ে প্রায় প্রত্যেক ক্লাসে সনাতন ধর্মের শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এই নিয়ে বিদ্যালয়ের অভিবাবকদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ। শিক্ষার্থীরা তাদের ধর্মীয় সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচেছ বলে জানান অভিভাবকগন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকুলি সাহা বিষয়টি সর্ম্পকে বলেন, বিদ্যালয়টিতে মাত্র এক জন মুসলিম শিক্ষক রয়েছেন। এত করে ক্লাশ রুটিনে সঠিক সমন্বয় করার জন্য প্রায়শই হিন্দু শিক্ষক দিয়ে ইসলাম ধর্ম শিক্ষা পড়ানো হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয়টিতে কাকতালিয় ভাবে ৮ জন শিক্ষক হওয়ায় বাধ্য হয়ে পাঠদান করতে হচ্ছে। তবে খুবদ্রুত এই সমস্যার সমাধন করা হবে বলেও তিনি জানান।