Search
Close this search box.
Search
Close this search box.

তাসকিন ম্যাজিকে চিটাগংয়ের প্রথম জয়

taskin-bplসিলেট যেখানে দুই শতাধিক রান করে ফেলেছে, সেখানে ১৬৬ রান বেশ কমই মনে হয়েছিল রংপুর রাইডার্সের তারকাবহুল দলের সামনে। কিন্তু এই রানটাকেই অনেক বড় করে দিলেন সদ্য বিবাহিত তরুণ পেসার তাসকিন আহমেদ।

এক ওভারে তিন উইকেটসহ চার উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন চিটাগংয়ের প্রথম জয়ের নায়ক তাসকিন। শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল। কিন্তু শুভাশিস রায় সেটা হতেই দিলেন না। চিটাগং ভাইকিংস জিতে গেল ১১ রানে।

chardike-ad

চিটাগংয়ের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মাশরাফি বিন মুর্তজার দল। দলীয় ২ রানেই ফিরে যান ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লস (১)। দ্বিতীয় ওভারে শুভাশীষ রায়ের শিকার হন ১১ রান করা জিয়াউর রহমান। মোহাম্মদ মিথুন ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরুর পর ১৫ বলে ২৩ রান করে রেইসের বলে উইকেটকিপার লুক রনকির গ্লাভসবন্দি হলে শঙ্কায় পড়ে যায় রংপুর।

রবি বোপারা আর শাহরিয়ার নাফীস মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করতে থাকেন। তখনই মঞ্চে আবির্ভার তাসকিন আহমেদের। পর পর তিন বলে শাহরিয়ার নাফীস (২৬), শেনওয়ারি (০) এবং থিসারা পেরেরাকে (০) প্যাভিলিয়নে পাঠান সদ্য বিবাহিত এই তরুণ পেস তারকা। তানবীর হায়দারের তালুবন্দী হয়ে তাসকিনের চতুর্থ শিকার হন (আসলে তৃতীয়) লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা (১১)। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চেষ্টা করেছিলেন। কিনউত ১২ বলে ১ বাউন্ডারিতে ১৩ রান করে রেইসের বলে মিসবাহর হাতে ধরা পড়েন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানে শেষ হয় রংপুরের ইনিংস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং ভাইকিংস। সৌম্য সরকারকে ব্যাটিং তাণ্ডবে ছাড়িয়ে যান লুক রনচি। ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে সৌম্য সরকার (৭) জিয়াউর রহমানের তালুবন্দি হলে। দ্বিতীয় সাফল্যেও ভূমিকা আছে জিয়াউরের। সৌম্যর বিদায়ের পর আরো ধ্বংসাত্মক হয়ে উঠেছিলেন রনচি। শেষ পর্যন্তে রবি বোপারার ৩৫ বলে ৭ চার এবং ৭ ছক্কায় গড়া রনচির ৭৮ রানের ইনিংসটি শেষ হয়ে জিয়াউরের তালুবন্দি হয়ে।

রনচির বিদায়ের পর একটু ব্যাকফুটে চলে যায় চিটাগং। ২০ রান করা মুনারাবিরাকে বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন বোপারা। ইনিংসের ১৬তম ওভারে থিসারা পেরেরার বলে লুই রিসের (১০) ক্যাচ সীমানার ওপর দাঁড়িয়ে অপূর্ব দক্ষতায় তালুবন্দি করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তুলতে সক্ষম হয় চিটাগং ভাইকিংস। বল হাতে ২টি উইকেট নিয়েছেন রংপুরের রবি বোপারা আর ১টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি এবং থিসারা পেরেরা।