Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তিন এসআই আহত

moymonsingময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুলকে গ্রেফতার করতে গিয়ে আহত হয়েছেন তিন এসআই। রোববার রাতে তাকে গ্রেফতার করতে গিয়ে এসআই সাইদুল ইসলাম, এসআই সুমন মিয়া ও এসআই মাহমুদুল হাসান আহত হন।

জানা যায়, ছাত্রদল নেতা মহিবুল হক টুটুল রোববার রাত ৯টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল যোগে থানা রোডে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে।

এ সময় তিনি পালনোর চেষ্টা করলে এসআই সাইদুল ইসলাম, এসআই সুমন মিয়া ও এসআই মাহমুদুল হাসান তার পথ আগলে থামানোর চেষ্টা করে। কিন্তু টুটুল দ্রুত মোটরসাইকেল চালিয়ে আসা সময় ওই তিন পুলিশ কর্মকর্তা আহত হন।

পরে পুলিশ তাকে ধাওয়া করে সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের গেটের কাছে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আহত ৩ এসআইকে চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

chardike-ad