Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশে আন্তর্জাতিক শান্তিরক্ষী প্রশিক্ষণে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে শুরু হওয়া জাতিসংঘের বহুজাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে  দক্ষিণ কোরিয়া। যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড এর তথ্য অনুযায়ী, ‘অনুশীলন শান্তিদূত-৪’ নামে এ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড।

chardike-ad

প্রশিক্ষণটিকে বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদার এবং অংশীদারীত্ব করা জাতিগুলোর মধ্যে শান্তিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার প্রতি জোর দেওয়া হয়েছে। এটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে। যা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। এতে ১ হাজার ৩শ’র বেশি সেনা সদস্য অংশ নিচ্ছে।