italyইতালিতে প্রবাসী বাংলাদেশীর মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির রাজধানী রোমের পিয়াচ্ছা আন্তনিয় মানচিনি এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানের মালিক প্রবাসী ব্যবসায়ী মান্নান হিরা বলেন, প্রতিদিনের মত শুক্রবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাসায় যান । পরেরদিন অর্থাৎ শনিবার সকালে দোকানে আসলে দোকানের সাঁটার কাটা দেখতে পান। পরে দোকানের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখেন।

chardike-ad

তিনি আরও বলেন, চোরেরা বেশকয়েকটি মোবাইল ফোন ও ইউরো কার্ড সহ প্রায় ছয় হাজার ইউরোর (বাংলাদেশী ছয় লাখ টাকার উপরে) মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত করে তিন জনের হাতের ছাপ পায়। এই হাতের ছাপ থেকেই আসল অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে বলে পুলিশ মনে করছেন।

উল্লেখ্য, বেশকিছুদিন আগে দেশটির নাপলি শহরেও আরেক বাংলাদেশীর মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে।