Search
Close this search box.
Search
Close this search box.

জর্জিয়ায় ৮ বাংলাদেশী গ্রেপ্তার

georgiaঅবৈধভাবে জর্জিয়া সীমান্ত অতিক্রমকালে ৮ বাংলাদেশী সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন জর্জিয়ার ও একজন আজারবাইজানের নাগরিক রয়েছেন।

তারা জর্জিয়ার সামতস্কে-জাভাখেতি সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা করছিলেন। দেশটির চারালা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ বাংলাদেশীকে। অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ভালে সীমান্ত থেকে। অবৈধ উপায়ে সেখানে সীমান্ত অতিক্রম একটি শাস্তিযোগ্য অপরাধ।

chardike-ad

এর শান্তি হতে পারে চার থেকে ৫ বছরের জেল।