Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশি সমর্থকদের কর্মকাণ্ডে মুগ্ধ আইসিসি

bcsaক্রিকেট নিয়ে বাংলাদেশি সমর্থকদের পাগলামি প্রসঙ্গে নতুন করে কিছু বলার নেই। দল যত উন্নতি করেছে, এই দেশের ততই জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উন্মাদনা এখন ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বেও। আর তা দেখে মুগ্ধ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ দলকে সমর্থন জানাতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন দেশের ক্রিকেটের সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সদস্যরা। দুবাইয়ে অবস্থিত আইসিসির সদর দপ্তর তাই ‘হাত ছোঁয়া দূরত্বে’ যেন। বাংলাদেশের সমর্থকরা সোমবার জড়ো হয়েছিলেন সেখানে। এ সময় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

chardike-ad

রিচার্ডসনের সাথে দেখা করে তাকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বিসিএসএ’র সভাপতি জুনায়েদ পাইকার ও সহ-সভাপতি তানভীর আহমেদ। রিচার্ডসনও বাংলাদেশি সমর্থকদের অভ্যর্থনা জানান আইসিসির সদর দপ্তরে। সমর্থকদের সাথে আলাপকালে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

sentbe-adইতিপূর্বে ক্রিকেট সংগ্রহশালা নিয়ে বেশ কয়েকবার প্রদর্শনীর আয়োজন করেছিল বিসিএসএ। সংগঠন সম্পর্কে বিস্তারিত আলাপকালে বিসিএসএ’র সভাপতি ও সহ-সভাপতি রিচার্ডসনকে অবহিত করেছেন সেটিও। যা শুনে যারপরনাই বিস্মিত ও মুগ্ধ আইসিসির এই গুরুত্বপূর্ণ পদের অধিকারী, ‘বিসিএসএ সম্পর্কে আজ বিস্তারিত না জানলে আমার ভাবনাতেও আসতো না যে সমর্থক গোষ্ঠী হয়েও ক্রিকেট স্মারক প্রদর্শনী করা যায়। আমরাও ভবিষ্যতে এমন করতে পারি। বিসিএসএ’র জন্য আমার শুভকামনা রইলো।’

সমর্থকদের অবদান উল্লেখ করে রিচার্ডসন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। যার পেছনে উদ্দীপক হিসাবে কাজ করছে সমর্থকরা। কোনো একটি দেশে ক্রিকেট এগোয় ঠিক এভাবেই।’

এ সময় তিনি সমর্থকদের জনপ্রিয় সংগঠনটিরও প্রশংসা করেন। রিচার্ডসন বলেন, ‘সমর্থক গোষ্ঠী হিসেবে বিসিএসএ যেরকম কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।’

সৌজন্যে- বিডিক্রিকটাইম