
আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘চ্যালেঞ্জিং’ হবে এবং যেকোনো মুহূর্তে ‘হঠাৎ আক্রমণ’ চলে আসতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি শক্তি সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, “নির্বাচন বানচালের জন্য ভেতর-বাইরের অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়- বড় শক্তি নিয়ে চেষ্টা হবে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। হঠাৎ আক্রমণ আসতে পারে।” তবে যেকোনো ঝড়-ঝঞ্ঝা মোকাবিলা করে নির্বাচন সফল করার দৃঢ় প্রত্যয় জানান তিনি।
পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বৈঠকের তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনকে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন করতে বদ্ধপরিকর।





































