Search
Close this search box.
Search
Close this search box.

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অন্য দিকে বাংলাদেশের কাছে হেরে ফাইনালে খেলা নিয়ে টেনশনে ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে খেলতে ৭ মার্চ নেপালের বিপক্ষে জিততে হবে তাদের।

bangladesh-under-16সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মাধ্যমে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর ললিতপুরে চিয়াসাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায় শুরু হওয়া ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ফলে ৮ মার্চ ভুটানের বিপক্ষে এখন নিয়মরক্ষার ম্যাচ। অন্য দিকে বাংলাদেশের কাছে হেরে ফাইনালে খেলা নিয়ে টেনশনে ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে খেলতে ৭ মার্চ নেপালের বিপক্ষে জিততে হবে তাদের। এদিকে নেপালের সামনেও রয়েছে ফাইনালে খেলার সুযোগ। স্বাগতিকরা জিতলে তারাই যাবে ফাইনালে।

chardike-ad

ম্যাচের নবম মিনিটে আলপির গোলে লিড নেয় বাংলাদেশ। তার শট ভারতের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গোললাইন অতিক্রম করে। ৫৫তম মিনিটে প্রায় একই ধরনের গোলে লড়াইয়ে সমতা টানে ভারত। এরপর পাল্টা আক্রমণে ৭৮তম মিনিটে প্রীতি নিশানা ভেদ করলে ফের এগিয়ে যায় বাংলাদেশ।

যেটুকু অনিশ্চয়তা ছিল তা ৮৭তম মিনিটে মুছে ফেলেন অর্পিতা। সতীর্থের কর্নার থেকে পাওয়া বল জালে ঠেলে বাংলাদেশের শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠা নিশ্চিত করেন তিনি।

আগামী ৮ মার্চ একই ভেন্যুতে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। এরপর ১০ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত কিংবা নেপাল। দুই দলেরই অর্জন দুই ম্যাচে ৩ পয়েন্ট করে। আগামী ৭ মার্চ ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে পরস্পরকে মোকাবিলা করবে তারা।