Search
Close this search box.
Search
Close this search box.

এনফিল্ডে কাল লিভারপুল-সিটি মহারণ

লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ যেকোনো সময়ই দর্শকের আকর্ষণে থাকবে। তবে কালকের ম্যাচ বিশেষ গুরুত্ব পাচ্ছে দুই দলের প্রিমিয়ার লিগ জয়ের লড়াইয়ের বদৌলতে।

২৭ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সিটি।

chardike-ad

সত্যিই এই ম্যাচ লিগ নির্ধারনী ম্যাচ হবে কিনা সেটা সিজন শেষেই বুঝা যাবে। আপাতত ক্লপ-গার্দিওলার এই লড়াইয়ে যে জিতবে সে এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই।

পরিসংখ্যান বলছে গত ৬ ম্যাচের ৩টিতে লিভারপুল শেষ হাসি হেসেছে। বিপরীতে গার্দিওলার সিটির জয় ২টিতে। এনফিল্ডে খেলা তাই লিভারপুলকেই বিশ্লেষকরা এগিয়ে রাখছেন এই ম্যাচে।

বাংলাদেশ সময় রাত ৯:৪৫ ম্যাচটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। এছাড়া র‍্যাবিটহোলবিডিতেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।