রবিবার । জুলাই ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ জুন ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার

বিয়ের দুই দিন পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর


Azijjur-Rahmanবিয়ের মেহেদির রং মুছতে না মুছতেই সড়কে প্রাণ গেল নড়াইলের আজিজুর রহমান (৩৫) নামের এক সৌদি প্রবাসী যুবকের। আজ সোমবার শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার (১৩ জুন) তিনি বিয়ে করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান গত শুক্রবার একই থানার কামশিয়া গ্রামে বিয়ে করেন। আজ দুপুরে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে জয়নগর ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রলিটি জব্দ করা হয়েছে।