শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুলাই ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শেয়ার

সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের বার্ন চিকিৎসক দল


সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের বার্ন চিকিৎসক দল

বাংলাদেশ সরকারের অনুরোধে, পাঁচজন বার্ন বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি চিকিৎসা দল ঢাকা আসছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জরুরি চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছানোর পর প্রয়োজনীয় সকল সহায়তা এবং মূল্যায়নের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।