
বাংলাদেশ সরকারের অনুরোধে, পাঁচজন বার্ন বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি চিকিৎসা দল ঢাকা আসছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জরুরি চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছানোর পর প্রয়োজনীয় সকল সহায়তা এবং মূল্যায়নের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।



































