
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—যেসব বিষয়ে চলমান সংলাপে ঐকমত্য তৈরি হয়েছে, তা নির্বাচনের আগেই আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে তারা জুলাই সনদে সই করবে না। এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।
মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১ দিনের সংলাপের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাভেদ রাসিন বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি—যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, তা নির্বাচনের আগেই আইনি ভিত্তি পেতে হবে। তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। শুধু কথায় হবে না, চাই আইনি নিশ্চয়তা।”
তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশন হঠাৎ করেই জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, অথচ সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও আলোচনাই হয়নি। তিনি বলেন, “কমিশন সিদ্ধান্ত গ্রহণের ছয়টি পদ্ধতির কথা বলেছিল, কিন্তু আলোচনা না করেই খসড়া প্রকাশ করেছে—এটা আমরা ঘোরতর বিরোধিতা করছি।”

তত্ত্বাবধায়ক সরকার কাঠামো নিয়ে আলোচনা প্রসঙ্গে জাভেদ রাসিন জানান, ‘র্যাংক চয়েজ’ পদ্ধতিতে বিচার বিভাগ থেকে আরও দুজন সদস্য যুক্ত করে ৭ সদস্যের ভোটার কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এনসিপি এই প্রস্তাবে সম্মত হয়েছে। “প্রায় সব রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত, শুধু বিএনপি ও তার কয়েকটি মিত্র দল ছাড়া,” বলেন তিনি।
জাভেদ রাসিন আরও বলেন, যেসব মৌলিক সংস্কার ছাড়া দেশে গড়ে ওঠা ফ্যাসিবাদী কাঠামো ভাঙা যাবে না—সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে এনসিপি জুলাই সনদে সই করবে কি না, তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
জাভেদ রাসিন আবারও বিষয়টি স্পষ্ট করে বলেন, “আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে সম্মিলিত সিদ্ধান্ত। কারও পছন্দ অনুযায়ী কিছু চাপিয়ে দিলে, তা এনসিপি মেনে নেবে না।”



































