শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
শেয়ার

নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন সালমা খাতুন


Salma khatun

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক ক্রিকটোর ও নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

সালমা খাতুন এক দশকেরও বেশি সময় ধরে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটে অন্যতম ভরসার নাম। অলরাউন্ডার হিসেবে তিনি দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি মাইলফলক। সেই দলেরও সদস্য ছিলেন সালমা খাতুন।

২০০৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা সালমা ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন। ডানহাতি অফস্পিনার হিসেবে ২০০-এর বেশি আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বহুবার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, মাঠের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নির্বাচক হিসেবে সালমা খাতুন তার নতুন দায়িত্বেও সফল করবে।