
ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে এই হামলার ঘটনাটি ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের ব্যবহৃত বিভিন্ন স্থাপনা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’সহ বেশ কয়েকটি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তাদের দাবি, এসব ঘাঁটি থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে আসছিল।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল একাধিকবার বৈরুত ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় এসব হামলা প্রয়োজনীয়। বর্তমানে লেবানন সীমান্তের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসরায়েল সেনা মোতায়েন রেখেছে বলে জানিয়েছে দেশটি।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি।









































