
ছবি: সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ইভানোভো অঞ্চলে বিধ্বস্ত হওয়া এএন-২২ সিরিজের সামরিক পরিবহন বিমানটিতে পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন এবং সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর অদূরে ইভানোভোতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি মূলত কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় সেটির মেরামত করা হয়েছিল। ত্রুটি সারার পর পরীক্ষামূলক উড্ডয়নের (টেস্ট ফ্লাইট) উদ্দেশ্যে বিমানটি আকাশে তোলা হয়। এ সময় বিমানটিতে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন।
সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় আছড়ে পড়ে। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাস্থলটি নির্জন হওয়ায় আরোহীদের বাইরে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বিমানটি কেন ও কীভাবে বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি কাজও শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় রুশ সামরিকবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।









































