Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১২ ফুটবল দল

football-under-12আগামী ৭ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হচ্ছে এশিয়ান ইউথ ফুটবল ফেস্ট-২০১৫। এ আসরে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল। ২০ দেশের অংশ গ্রহণে ৮০টি দলের প্রায় ১০০০ ক্ষুদে ফুটবলার লড়বে এ আসরে।

গতকাল শুক্রবার বাফুফের ডেভলপম্যান্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। কোরিয়া যাওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল প্রস্তুতি  হিসেবে ঘরের মাঠে দুটি প্রীতিম্যাচ খেলবে।

chardike-ad

প্রতিযোগিতা শুরু হবে ৭ আগস্ট। চলবে ১০ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশের ১৬ খেলোয়াড়সহ ২০ সদস্যের দল যাবে সেখানে। দলটির কোচ হিসেবে থাকছেন মোস্তফা আনোয়ার পারভেজ।

এশিয়ান ইউথ ফুটবল ফেস্টে প্রতি গ্রুপে ৫টি করে দল থাকবে। প্রতি দিন একটি দল দুটি করে ম্যাচে অংশ গ্রহণ করবে। ১৫+১৫=৩০ মিনিট খেলা হবে। মাঠ হবে একটি পূর্ণরুপ ফুটবল মাঠের অর্ধেক।