বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ২৫ সেপ্টেম্বর ২০১৫, ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

হেলিকপ্টারে বাড়ি গেলেন তিনি


faridpurসড়ক পথে তীব্র যানজট; অবর্ণনীয় ভোগান্তি। তাই আস্ত হেলিকপ্টারই ভাড়া করে ফেললেন তিনি। হেলকিপ্টারে করে গ্রামে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক নবচেতনার সম্পাদক লায়ন মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বর্ণিচর গ্রামের পাড়াগ্রাম ময়নার মাঠে অবতরণ করে তার হেলিকপ্টার। তা দেখে হাজার  হাজার মানুষ ছুটে আসেন মাঠে।

মো. সাখাওয়াত হোসেন জানান, রাত পোহালে ঈদ। সড়কপথে আসলে ঈদের জামাত হয়তো প্রিয়জনদের সঙ্গে আদায় করা সম্ভব হতো না। কারণ ঈদকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘ যানজটের পাশাপাশি রয়েছে পদ্মা পার হতে গাড়ির দীর্ঘ সারির অপেক্ষা।

তিনি আরো জানান, অসুস্থ মায়ের সঙ্গে ঈদ করতে না পারলে নিজেকে অপরাধী মনে হতো। তাই নাড়ীর টানে দ্রুত প্রিয় মায়ের সান্নিধ্য লাভের আশায় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে এসেছি।