saifulদক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে সাইফুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার বিকেলে কেপটাউন শহরে এ ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। নিহত সাইফুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।

জানা গেছে, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় যান সাইফুল। সেখানে তিনি একটি দোকানে কাজ করতেন। গত শুক্রবার দোকানের জন্য মালামাল কিনতে আরও দুজনকে নিয়ে কেপটাউনে যান তিনি। ফেরার পথে দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

chardike-ad

সাইফুল দুর্বৃত্তদের বাঁধা দেয়ার চেষ্টা করলে তারা গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।