Search
Close this search box.
Search
Close this search box.

রেকর্ড জুটির পর দাপুটে জয় পাকিস্তানের

pakistan-zimbabweইমাম উল হক আর ফখর জামানের রেকর্ড জুটির পর ২৪৪ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তানের। শুক্রবার বুলাওয়েতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে সফরকারী দলের দুই ওপেনার ইমাম আর ফখরের জুটি থেকে আসে ৩০৪ রান। যা কিনা এক দিনের ক্রিকেটে প্রথম ইনিংসে সবচেয়ে বড় পার্টনারশিপ।

ইমাম করেন ১২২ বলে ১১৩ রান। আরেক ওপেনার ফখর জামান অপরাজিত থেকে ১৫৬ বলে খেলেন ২১০ রানের ইনিংস। এটি ছিল পাকিস্তানের হয়ে কোনও ক্রিকেটারের প্রথম দ্বিশতকের ইনিংস। দুই নম্বরে ব্যাট করতে আশা আসিফ আলী করেন ২২ বলের ঝড়ো অর্ধশত রান। নির্ধারিত ৫০ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৯৯ রান।

chardike-ad

৪০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা জিম্বাবুয়ে ৪২.৪ ওভারে ১৫৫ রান তুলতেই শেষ দশ উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ডোনাল্ড তিরিপানো। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন এলটন চিগুম্বুরা। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাদাব খান। ২ উইকেট করে নেন উসমান খান ও ফাহিম আশরাফ। ম্যাচ সেরা হন দ্বিশতক হাঁকানো ফখর জামান।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই বুলাওয়েতে।