
নিহত আমিনুল ইসলাম ।। সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে দুর্বৃত্তদের গুলিতে আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আমিনুল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আমিনুল ইসলাম সিদ্দিকী। তিনি জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিম্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।
শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে একদল দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমিনুল ইসলাম সিদ্দিকীর মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই, ব্যবসায়ী মিল্টন সিদ্দিকী, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুল ইসলাম সিদ্দিকী ছিলেন গোড়াইল গ্রামের বাসিন্দা আজিজ সিদ্দিকীর ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
দক্ষিণ আফ্রিকায় এই নৃশংস হত্যাকাণ্ডের খবর গোড়াইল গ্রামে পৌঁছালে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।










































