বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ জুন ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় এক টুকরো বাংলাদেশ


malaysia-bangladeshiমালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট্র (উই)’ মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রবাসে ব্যস্ততা, দূরত্ব ও একাকিত্বের মাঝে এমন আয়োজন হয়ে উঠেছিল বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মিশ্রণে উৎসবের এক অনন্য প্রতিচ্ছবি। মালয়েশিয়ার মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ।

গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের গ্রিন রেসিডেন্সি কন্ডোমিনিয়ামের ইভেন্ট রুমে অর্ধশতাধিক সফল প্রবাসী নারী উদ্যোক্তা কুয়ালালামপুরের বিভিন্ন স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটি আরো রঙিন ও প্রাণবন্ত করে তোলে। এ সময় প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) মালয়েশিয়ার প্রধান রাকিবা রিয়াজ টিনা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, প্রবাসেও বসে নেই নারীরা। সংসার সামলিয়ে কর্মব্যস্ত জীবনে তারা কাজ করে যাচ্ছেন। উইয়ের মাধ্যমে প্রবাসে নারীরা স্বাবলম্বী হচ্ছেন। এজন্য উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশাকে ধন্যবাদ জানান তিনি।

উই সংগঠনটি মূলত নারীদের কল্যাণে কাজ করে থাকে। এই সংগঠনের ছায়ায় প্রবাসী নারীরা একে অপরের পাশে দাঁড়াবে, হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল। উইয়ের হাত ধরে প্রতিটা নারী যেন এগিয়ে যেতে পারেন—এই প্রত্যাশাই ব্যক্ত করেন তারা।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশীয় নানা মুখরোচক খাবার ও মিষ্টান্ন, যা সবাইকে মনে করিয়ে দেয় মায়ের হাতের রান্না এবং ঈদের দিনের বিশেষ স্বাদ। প্রাণখোলা আড্ডা, আন্তরিক কুশল বিনিময় এবং নতুন-পুরোনো প্রবাসীদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয়। অনেকের কাছেই দিনটি হয়ে ওঠে প্রবাসে থেকেও বাংলাদেশকে হৃদয়ের কাছ থেকে অনুভব করার এক অনন্য সুযোগ।

উইয়ের সদস্যদের কথায়, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের নারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদার করা এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসেও জীবন্ত রাখা। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মালয়েশিয়ায় সফল নারী উদ্যোক্তাদের নিয়ে তারা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, কেক কাটা, সদস্যদের তৈরি খাবার, গল্প-আড্ডা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় ঈদ পুনর্মিলনী। প্রবাসে থেকেও বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে উইয়ের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।

অনুষ্ঠানে ছিলেন সুলতানা মাহবুব, আফসারি জাহান, ফাওজিয়া সুলতানা, মুনিরা আক্তার, রেজওয়ানা আহমেদ, সানজি ইসলাম, শিমা আরশাদ, কোহিনুর মুন, ফাতেহা নাজনিন, রিপা, মিসেস আরশ প্রমুখ।