যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বড় অগ্রগতি করেছেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে ৯৫ শতাংশ ভোট গণনায় তিনি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট, যেখানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো পেয়েছেন ৩৬.৪ শতাংশ।
অপ্রত্যাশিতভাবে কুমো পরাজয় স্বীকার করে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জোহরানকে হারিয়ে অন্য কোনো প্রার্থীর জেতার সম্ভাবনা প্রায় নেই। আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে জয়ী হলে জোহরান হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র।
উগান্ডায় জন্ম নেওয়া ৩৩ বছর বয়সী জোহরান মামদানি একজন প্রগতিশীল রাজনীতিক। তিনি ফিলিস্তিনপন্থি অবস্থান ও ইসরায়েলবিরোধী বক্তব্যের জন্য পরিচিত। নিউইয়র্ক টাইমস তাকে ইসরায়েলি বসতি স্থাপন নীতির প্রকাশ্য সমালোচক হিসেবে বর্ণনা করেছে।
জোহরানের উচ্চাভিলাষী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে নগরবাসীর জন্য বিনামূল্যে বাসসেবা, শিশু যত্ন, ভর্তুকিযুক্ত বাসাভাড়া স্থিতিশীল রাখা এবং ধনীদের ওপর নতুন কর। তার প্রচারণায় সমর্থন দিয়েছেন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও সিনেটর বার্নি স্যান্ডার্স।
এর আগে, লন্ডনের মেয়র নির্বাচনে মুসলিম হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তান-বংশোদ্ভূত সাদিক খান। এবার নিউইয়র্কও সেই পথে হাঁটছে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত।





































