শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ জুলাই ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের প্রশংসা করার পর মিয়ানমার জান্তার মিত্রদের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার



মিয়ানমারের সামরিক জান্তা ও তাদের ঘনিষ্ঠ বেশ কয়েকজন সহযোগীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়। এর মাত্র দুই সপ্তাহ আগে মিয়ানমারের সামরিক প্রধান জেনারেল মিন অং হ্লাইং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে প্রশংসা করেন এবং নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান। খবর রয়টার্সের।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এই পদক্ষেপকে ‘চরম উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক জন সিফটন বলেন, “এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। যেখানে আগে সামরিক শাসকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছিল, সেখানে এখন একধরনের নমনীয়তা দেখা যাচ্ছে।”

মিয়ানমারের ক্ষমতাসীন সেনা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “একজন প্রকৃত দেশপ্রেমিক” আখ্যা দিয়ে প্রশংসা করেন। ১১ জুলাই এক চিঠিতে জান্তা সরকার ট্রাম্পের প্রতি এই শুভেচ্ছা জানায় এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ শুল্ক কমানোর অনুরোধও জানায়। চিঠিতে জান্তা প্রশাসন জানিয়েছে, তারা ট্রাম্প সরকারের সঙ্গে একটি পারস্পরিক সমঝোতায় যেতে প্রস্তুত।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ (ইউএস ট্রেজারি) জান্তা-সংশ্লিষ্ট চার ব্যক্তি ও তিনটি কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ওয়াশিংটন।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে এবং তখন থেকেই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত। মিয়ানমারে চলমান সংকটকে ঘিরে আন্তর্জাতিক চাপ যখন ক্রমাগত বাড়ছে, তখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার বিশ্ব পরিসরে ভিন্ন মাত্রার বার্তা দিচ্ছে।

যাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

KT Services & Logistics এবং এর প্রতিষ্ঠাতা জোনাথন মিও কিয়াও থাং

MCM Group এবং এর মালিক আউং হ্লাইং উ

Suntac Technologies এবং এর মালিক সিত তাইং আউং

সামরিক জান্তার ঘনিষ্ঠ ব্যক্তি টিন ল্যাট মিন

উল্লেখ্য, এদের মধ্যে কয়েকজনকে ২০২২ সালে এবং টিন ল্যাট মিনকে ২০২৪ সালে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছিল।