
ফাইল ছবি
নরসিংদীতে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার মধ্যেই। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
মাত্র ১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তবে সর্বশেষ কম্পনে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
গত ২১ নভেম্বরের ভূমিকম্পে জেলার পাঁচজনের প্রাণহানি ঘটে এবং আহত হন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সরকারি ও বেসরকারি বহু স্থাপনা। তাই পরপর ভূমিকম্পে মানুষের ভয় এখন আরও গভীর হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ছবি সাহা বলেন, ‘ভোরে ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করল। আসবাবপত্র নড়তে দেখে দ্রুত বাইরে বের হয়ে আসি। বারবার ভূমিকম্প হওয়ায় আমাদের ভয় আরও বেড়ে যাচ্ছে।’
আরেক বাসিন্দা শুভ্রজিত জানান, ‘যেভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে তাতে মানসিকভাবে ভেঙে পড়ছি। কী করব বুঝতে পারছি না।’
স্বপন মিয়া বলেন, ‘ঘুমের মধ্যেই কাঁপনটা হয়েছে। প্রথমে টের পাইনি, পরে ভয় লাগতে শুরু করে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে নরসিংদীতে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যা মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল।










































