
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়—অফিস কক্ষে চেয়ারে বসে থাকা ভূমি কর্মকর্তা জহুরুল হক এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকার একটি নোট গ্রহণ করছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এটা সবার জন্য নির্ধারণ করা থাকে। যে পরিশ্রম করে না তাকেও ৫০০ টাকা দেওয়া লাগে।’
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী জানান, তিনি জমির মিউটেশনের জন্য অনলাইনে ফি পরিশোধ করে অফিসে ফাইল জমা দিয়েছিলেন। পরে আবেদন অ্যাপ্রুভ করতে ৫০০ টাকা দাবি করা হলে বাধ্য হয়ে সেই টাকা কর্মকর্তাকে দেন বলে জানান তিনি।
অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা জহুরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হয়তো কোনো বিদ্যুৎ বিল দেওয়ার টাকা ছিল, যেটা ইউনিয়ন পরিষদে জমা দিতে হয়। অথবা কেউ হয়তো আমার কাছ থেকে খুচরা টাকা নিয়েছে। আমার অফিসে ঘুষের মতো কোনো লেনদেন করার সুযোগ নেই।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন, তাই ভিডিওটি সম্পর্কে আগে জানতেন না। তিনি আরও বলেন, ‘বিষয়টি যাচাই-বাছাই করা হবে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ভাইরাল ভিডিওটি ঘুষবিরোধী ব্যবস্থাপনা কতটা কার্যকর সে নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।









































